বাড়ি, গাড়ি, জমি কিছুই নেই, হলফনামায় পিসির ঠিকানা দিলেন অভিষেক
নিজস্ব প্রতিবেদন: বাড়ি নেই, গাড়ি নেই। নির্বাচন কমিশনে পেশ করা হলফনামায় জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ডায়মন্ড হারবার কেন্দ্রে ফের প্রার্থী হয়েছেন বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার মনোনয়নপত্র পেশ করেন মুখ্যমন্ত্রীর ভাইপো।
কমিশনে দেওয়া হলফনামায় অভিষেক জানিয়েছেন, তাঁর নামে কোনও বাড়ি নেই। পিসির বাড়ির ঠিকানা দিয়েছেন তিনি।
হলফনামায় অভিষেক লিখেছেন, ২০১৩-১৪ সালে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৩৬ লক্ষ ৮৮ হাজার টাকা। তা বেড়ে হয়েছে ৫০ লক্ষ ৩ হাজার ১৩০ টাকা। নগদ অর্থ ৯২,৫০০ টাকা।
স্ত্রীর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৫১ লক্ষ ৬১ হাজার ১৫০ টাকা। স্ত্রীর হাতে নগদ অর্থ ৮৭,৩০০ টাকা।
এছাড়া ১৫ লক্ষ ৪০ হাজার ৭৮১ টাকার পলিসি রয়েছে। CESC সিকিউরিটি ৩ লক্ষ ৮৯ হাজার ৩০০ টাকা। অভিষেকের কাছে সোনা হয়েছে ৩০ গ্রাম। ৬৫৮ গ্রাম সোনা রয়েছে স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের।
৩ লক্ষ টাকার পেন্টিংসের মালিক অভিষেক। তাঁর নামে কোনও মামলা বা এফআইআর নেই।
তবে অভিষেক জানিয়েছেন, জমি, গাড়ি বা বাড়ি নেই তাঁর। স্ত্রী রুজিরা থাইল্যান্ডের নাগরিক হলেও সে দেশে তাঁর কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই।