এয়ারস্ট্রাইকের পর তৃণমূলভবনে শোকপালন হয়েছিল, বিস্ফোরক অমিত

Thu, 11 Apr 2019-5:59 pm,

এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ে অকারণে ভয় দেখাচ্ছেন বলে রায়গঞ্জের সভা থেকে অভিযোগ করলেন অমিত শাহ। বললেন,''এনআরসি-র কথা বললে মমতা ভয় দেখাচ্ছেন। নাগরিকত্ব সংশোধনী বিল এনেছে বিজেপি। ভারত-পাকিস্তান-বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ ও জৈন শরণার্থীদের ফেরত পাঠানো হবে না। তাঁরা আমাদের ভাই। তাঁদের নাগরিকত্ব দেবে সরকার। সকল বাঙালি শরণার্থীদের বলছি, কাউকে ভয় পাবেন না। মতুয়া সমাজ হোক, বা কেউ হোক এক একজন বাঙালি শরণার্থী ভারতের সন্তান''। 

অনুপ্রবেশকারীরা তো আপনার মাসতুতো ভাই। অনুপ্রবেশকারীরা উইপোকার মতো। তাঁরা দেশের সম্পদে ভাগ বসাচ্ছে। অনুপ্রবেশকারীদের তাড়ানোই বিজেপির লক্ষ্য। পাঁচ বছরে বাংলাকে ৪ লক্ষ ২৪ হাজার কোটি টাকা দিয়েছে ভারত সরকার। আপনাদের গ্রামে কিছু এসেছে? কোথায় গেল ৪ লক্ষ ২৪ হাজার কোটি? তৃণমূলের গুন্ডারা সবটাই খেয়ে নিয়েছে। তৃণমূল সরকার এলে বাংলার উন্নয়ন হবে না। 

বাংলায় দুর্গাপুজো হবে না তো কি পাকিস্তানে হবে? এমন বাংলা চাই না। বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো শুরু করেছিলেন গুরুদেব। বিশ্বকে সর্বোত্কৃষ্ট শিল্পী বাংলা দিয়েছে। আজ সরস্বতী পুজো করলে টিএমসি-র গুন্ডারা মারপিট করছে। বাংলায় সরস্বতী পুজো, রাম নবমী নির্বিঘ্নে করতে চাইলে বাংলার সরকারকে ফেলে দিন। 

আমাদের ৪০ জন জওয়ান শহিদ হয়ে গেলেন পুলওয়ামায়। ১৩ তম দিন এয়ার স্ট্রাইক করেছিল মোদী সরকার। দেশজুড়ে উত্সবের আবহ। দুটি জায়গায় খালি শোকপালন চলেছিল -একটা পাকিস্তানে আর এক জায়গা তৃণমূল কংগ্রেসের অফিসে। ওনার মুখ দেখার মতো ছিল। সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চেয়েছিলেন। প্রমাণ ইভিএম মেশিনে দিয়ে দেবে বাংলার জনতা। 

এয়ার স্ট্রাইক করে সন্ত্রাসবাদীদের খতম করেছে মোদী সরকার। রাহুল বাবার গুরু শ্যাম পিত্রোদা বলছেন, কয়েকজনের জন্য সকলের উপরে বোমা ফেলছেন কেন। আর মমতাদিদি আপনি ইলুইলু করার করুন। আমরা বিজেপি, গুলি আসলে গোলা দিয়ে জবাব দেব। বাংলার উন্নয়নে চেষ্টার কসুর করব না। একটাও অনুপ্রবেশকারীকে বাংলায় থাকতে দেব না। 

সিপিএম-কংগ্রেস-তৃণমূল মিলিয়ে বাংলাকে কাঙাল বানিয়ে দিয়েছে। একটা সুযোগ দিন বিজেপিকে। পাঁচবছরে সোনার বাংলা বানাব। কমল প্রতীকে বোতাম টিপবেন কি? মমতার গুন্ডাদের ভয় পাবেন না তো? তাপস ও রাজেশের মৃত্যুর বদলা নেবেন তো?  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link