বাবুলকে রাজ্যসভার সাংসদ করার প্রস্তাব কেষ্ট কাকার, কী বললেন বিজেপি প্রার্থী?
নিজস্ব প্রতিবেদন: অনুপমকে তো বটেই, বাবুল সুপ্রিয়কেও রাজ্যসভার সাংসদ করার আশ্বাস দিলেন অনুব্রত মণ্ডল।
সোমবার বোলপুরে তৃণমূলের অফিসে গিয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেন অনুপম হাজরা। শুধু দেখা করাই নয়, পেটপুরে মাছ-ভাতও খেয়েছেন। সেই খবর প্রথম প্রকাশ করে জি ২৪ ঘণ্টা ডিজিটাল। অনুপম অবশ্য দাবি করেন, এটা নিছকই সৌজন্য সাক্ষাত্। জি ২৪ ঘণ্টার ক্রসফায়ার অনুষ্ঠানে অনুব্রত জানান, অনুপম দলে ফিরলে রাজ্যসভার টিকিট দেবেন।
জি ২৪ ঘণ্টায় 'ক্রসফায়ার' অনুষ্ঠানে আসানসোলের বিজেপি প্রার্থীকে অনুব্রত মণ্ডল বলেন,''বাবুলের আর গান-টান আর চলবে না। আর আসানসোলেও তুমি হারছো। দিদিকে বলে রাজ্যসভার সদস্য করে দেব''।
তা শুনে বাবুল পাল্টা বলেন,''এমন সব প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে। দিদি তো ফোন করে ওনাকে বলবে, আরে আমি পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট''।
অনুব্রতর জবাব,''আমি দিদিকে যা বলব, দিদি মেনে নেবে''।