ওকে দলে ফিরিয়ে নেব, ভরপেট খাইয়ে অনুপমকে আশ্বাস দিলেন কেষ্ট কাকা

Mon, 29 Apr 2019-3:06 pm,

কমলিকা সেনগুপ্ত: চতুর্থ দফার ভোটের দিন আচমকা অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাত করতে এলেন অনুপম হাজরা। শুধু দেখাই করা নয়, জমিয়ে মাছ-ভাতও খেলেন যাদবপুরের বিজেপি প্রার্থী। ফলে উস্কে গেল জল্পনা।  

লোকসভা ভোটের আগে দলের বিরুদ্ধে বিদ্রোহ করেন অনুপম হাজরা। তাঁকে সাসপেন্ড করেন নেতৃত্ব। এরপর গেরুয়া শিবিরে যোগদান করেন অনুপম। তাঁকে যাদবপুর কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি।    

সেই যাদবপুর কেন্দ্রের প্রার্থীই সোমবার সটান চলে এলেন অনুব্রতর দরবারে। তাও আবার চতুর্থ দফার ভোটের দিন।

অতিসম্প্রতি বিজেপির কর্মীদের নিয়ে অসন্তোষপ্রকাশ করেছিলেন অনুপম হাজরা। পরে অবশ্য তা অস্বীকার করেন যাদবপুরের বিজেপি প্রার্থী। 

সোমবার ভোট দেওয়ার পর দলীয় দফতরে বসেছিলেন অনুব্রত মণ্ডল। তাঁকে ফোন করে অফিসে আসেন বিজেপির প্রার্থী। 

অফিসে এসে অনুব্রতর পায়ে হাত দিয়ে প্রণাম করেন অনুপম। জানিয়ে দেন, কাকার কাছে এসেছি। বীরভূমে অনুব্রতই শেষ কথা।      

স্নেহের সুরে অনুব্রত বলেন,''বোকামি করেছে। ওকেই প্রার্থী করতাম''। আবার দলে নিয়ে নেওয়ার কথাও জানিয়ে দিলেন কেষ্ট। 

 

শুধু দেখা করা নয়, অনুব্রতর হেঁসেলের ভাত-মাছ-পোস্তও খেলেন অনুপম হাজরা। অনুপম-অনুব্রত এমন সাক্ষাত্ নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়ে জল্পনা। যাদবপুরে ভোটগ্রহণের আগে এমন সাক্ষাত্ যে বিরূপ প্রভাব ফেলতে পারে, তা নিশ্চিতভাবেই বোঝেন অনুপম। তাহলে কি আবার পুরনো দলে ফিরবেন যাদবপুরের বিজেপি প্রার্থী?   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link