তৃণমূল প্রার্থী `বন্ধু` মুনমুনের সঙ্গে `কফি` খেতে চান বিজেপির বাবুল
২০১৯ লোকসভা নির্বাচনে বাঁকুড়ার বদলে আসানসোল কেন্দ্র থেকে মুনমুন সেনকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।
আসানসোলের বর্তমান বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় মন্ত্রী বাবুলকে এবারও আসানসোল থেকে বিজেপি টিকিট দিচ্ছে বলে খবর।
সেক্ষেত্রে আসানসোলের জনতা দেখবে তারকা ফাইট। বাবুল বনাম মুনমুন। যদিও মুনমুনকে প্রতিপক্ষ নয়, 'বন্ধু' বলেই উল্লেখ করলেন বাবুল।
বাবুল বলেন, "গতবার ছিলেন দোলা সেন। এবার মুনমুন সেন। বন্ধু হিসেবে দেখা হলে একসঙ্গে কফি খাব।" 'কফি খাওয়া' প্রসঙ্গে তৃণমূলকে পাল্টা কটাক্ষও ফিরিয়ে দেন আসানসোলের সাংসদ। বলেন, "আমার দল আশা করি বাধা দেবে না।"
প্রসঙ্গত, বিধাননগরের মেয়র তথা নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্তের বাড়িতে মুকুল রায়ের 'লুচি-আলুরদম' খাওয়াকে ঘিরে তুমুল জলঘোলা হয় রাজ্য রাজনীতিতে।
তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে দলে থাকার কথা জানান সব্যসাচী দত্ত। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "এরপর থেকে তৃণমূলের মধ্যেই খাওয়াদাওয়া ও আত্মীয়তা থাকবে।"
পাশাপাশি, তৃণমূলে ভাঙন নিয়ে বাবুলের সোজাসাপ্টা জবাব, "তৃণমূল দলটা ভাঙছে। এটা শুরু। সবাই স্বেচ্ছায় আসছেন।" উল্লেখ্য, সৌমিত্র খাঁ, অনুপম হাজরার পর বৃহস্পতিবার-ই বিজেপিতে যোগ দেন ভাটপাড়ার ৪ বারের বিধায়ক অর্জুন সিং।