দেওয়াল লেখার পরও রানাঘাট কেন্দ্রে প্রার্থী বদলাল বিজেপি
নিজস্ব প্রতিবেদন: প্রার্থীবাছাই নিয়ে টালবাহানা চলছিল বিজেপির অন্দরে। এবার রানাঘাট কেন্দ্রে প্রার্থী বদল করল গেরুয়া শিবির। চূড়ান্ত নাটকের পর প্রার্থী হলেন নদিয়া দক্ষিণের বিজেপি সভাপতি জগন্নাথ সরকার।
রানাঘাট কেন্দ্রে চিকিত্সক মুকুট মণি অধিকারীকে প্রার্থী করেছিল বিজেপি। তাঁর নামে দেওয়াল লেখাও হয়ে গিয়েছিল। কিন্তু সেই দেওয়ালেই এবার লেখা হবে জেলা সভাপতি জগন্নাথ সরকারের নাম।
মুকুটমণি অধিকারী সরকারি চিকিত্সক। তাঁর ইস্তফাপত্র এখনও গৃহীত হয়নি। আর সে কারণে বিকল্প পরিকল্পনা করে রেখেছিল বিজেপি।
মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চারজন প্রার্থীকে দিয়ে ফর্মপূরণ করা হয়। মনোনয়নপত্র পেশ করেন মুকুটমণি অধিকারী, জগন্নাথ সরকার, সুদীপ বিশ্বাস ও মানবেন্দ্র রায়।
বিজেপি সূত্রের খবর, জগন্নাথ সরকারের মনোনয়নপত্রই বিবেচনা করেছে কমিশন। সে কারণে তাঁকে প্রার্থী করা হল রানাঘাট কেন্দ্রে।
প্রশ্ন উঠছে, কোথাও কি পেশাদারিত্বের অভাব রয়েছে রাজ্য বিজেপির? প্রার্থীর নাম ঘোষণার আগে কেন সব কিছু খতিয়ে দেখা হল না? এতে কি দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে না?