মোদী আসার আগে ব্রিগেড ছাড়লেন আড়াই হাজার ক্ষুব্ধ বিজেপি কর্মী
নিজস্ব প্রতিবেদন: নরেন্দ্র মোদীর ভাষণ শুনতে রাত থেকে জড়ো হয়েছিলেন ব্রিগেডে। কিন্তু পানীয় জল বা খাবার মেলেনি। বিজেপির স্বেচ্ছাসেবকদের কাছে বারবার দরবার করেও কাজ হয়নি। এরপর নরেন্দ্র মোদী আসার কয়েক ঘণ্টা আগেই ব্রিগেড ত্যাগের সিদ্ধান্ত নেন বীরভূমের বিজেপি নেতা-কর্মীরা।
দূরদূরান্ত থেকে কর্মীদের উজিয়ে আনা হলে খাবারের বন্দোবস্ত করে সংশ্লিষ্ট রাজনৈতিক দলই। এটাই দস্তুর।
মঙ্গলবার রাতে ব্রিগেডে এসেছে বীরভূমের প্রায় আড়াই হাজার বিজেপি নেতা-কর্মীদের একটি দল। কিন্তু সারা রাত তাঁরা অভূক্তই থেকেছেন। এমনকি পানীয় জলটুকুও দেওয়া হয়নি বলে অভিযোগ। বিজেপির স্বেচ্ছাকর্মীদের বারবার বলেও কাজ হয়নি।
সকালে এক বিজেপি কর্মী জি ২৪ ঘণ্টাকে বলেন, 'সামান্য পানীয় জল পেয়েছি। কিন্তু খাবার পাইনি'।
এরপরই সভাস্থল ছেড়ে বেরিয়ে যান প্রায় আড়াই হাজার কর্মী। মুহূর্তে ফাঁকা হয়ে যায় চেয়ার।
তাঁদের আটকানোর চেষ্টা করেন দলের স্বেচ্ছাসেবীরা। কিন্তু দুপুর পর্যন্ত অভূক্ত থাকায় তাঁরা আর আবদার শোনেননি।