বিজেপির ডিজিটাল রথ এখন ওয়াইফাই হটস্পট, জেনে নিন পাসওয়ার্ড
লোকসভা ভোটের আগে প্রচারে কোনও খামতি রাখতে চাইছে না বিজেপি। আর সে কারণে এবার গড়াচ্ছে গেরুয়া শিবিরের 'ডিজিটাল রথ'। এই রথকে নিয়েই তো বাংলায় দক্ষযজ্ঞ কাণ্ড বেধেঁছিল। শেষপর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে রথযাত্রার অনুমতি মেলেনি।
জানা গিয়েছে, ডিজিটাল রথের স্ক্রিনে এবার চালানো হবে প্রধানমন্ত্রীর ৫ বছরের বিভিন্ন কাজের হিসেব। তা ঘুরবে রাজপথ থেকে গলিতে।
পশ্চিমবঙ্গে তো হল না, তবে গোটা দিল্লিতে চালানো হবে 'ডিজিটাল রথ'। ডিজিটাল রথে শুধু মোদীর কাজকর্মের খতিয়ানই নয়, বরং ওয়াইফাই পরিষেবাও পাবেন সাধারণ মানুষ।
ডিজিটাল রথটি একটি ওয়াইফাই স্পট হিসেবে ব্যবহার করা হবে। আর তার পাসওয়ার্ড- 'Kejriwal failed to give free WiFi'। ১ এপ্রিল থেকে রাস্তায় নামবে ডিজিটাল রথ। ব্যবহার করতে পারবেন কমপক্ষে ২০০জন।
বিজেপি নেতা নীলকান্ত বকসির কথায়, বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা পাবেন সাধারণ মানুষ। ওই পরিষেবা ব্যবহার করে টুইটার, হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে প্রধানমন্ত্রীর প্রচার করবেন তাঁরা।