দ্বিতীয় দফায় ৮০ শতাংশ বুথে আধাসেনা! মোট ১৯৪ কোম্পানি বাহিনীর কোথায় কত? জেনে নিন
বৃহস্পতিবার দ্বিতীয় দফায় রাজ্যে মোট ৩টি কেন্দ্রে ভোটগ্রহণ- দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জ।
কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফার ভোটে মোট ১৯৪ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হবে।
দার্জিলিংয়ে মোতায়েন করা হবে ৬৯ কোম্পানি বাহিনী। যার মধ্যে ৩১ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে দার্জিলিংয়ে। শিলিগুড়িতে ২৯ ও কালিম্পংয়ে ৯ কোম্পানি করে বাহিনী মোতায়েন করা হবে।
জলপাইগুড়িতে মোতায়েন করা হবে ৬১ কোম্পানি বাহিনী।
উত্তর দিনাজপুরে ৬৪ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হবে।
কমিশন জানিয়েছে, বৃহস্পতিবারের ভোটে ৮০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।
বাকি বুথের নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজ্য পুলিস। রিজার্ভ ফোর্সও পেট্রলিং করবে। সব বুথেই থাকবে সিসিটিভি।
এছাড়াও ৯ কোম্পানি অতিরিক্ত বাহিনী থাকবে। যারা কুইক রেসপন্স টিম হিসেবে কাজ করবে। অভিযোগ পেলেই ছুটবে, দরকারে 'ঘর সে বুথ তক' ছুটবে বাহিনী।