ইভিএম হ্যাক করতে রাশিয়ার লোকজনকে কোটি টাকা দেওয়া হয়েছে, অভিযোগ চন্দ্রবাবুর
নিজস্ব প্রতিবেদন: তৃতীয় দফার নির্বাচন শেষ হওয়ার পরই ইভিএম-কে আরও একবার কাঠগড়ায় তুললেন বিরোধী নেতারা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দাবি, ইভিএম হ্যাকিং করলেন রাশিয়ার লোকজনরা।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর দাবি, সুপ্রিম কোর্টে আবেদন করব। গণতন্ত্রকে বাঁচাতে চাই। ইভিএম নিয়ে শিক্ষিত করতে চাই মানুষকে। গোয়া, উত্তরপ্রদেশ ও কেরল থেকে অকেজো ইভিএমের অভিযোগ পেয়েছি। ভিভিপ্যাটের সঙ্গে ইভিএমের ভোট মিলিয়ে দেখার দাবিও করেছেন চন্দ্রবাবু।
চন্দ্রবাবুর অভিযোগ, ''নিশ্চিতভাবে বলতে পারছি না, তবে শুনেছি ইভিএম হ্যাকের জন্য রাশিয়ার লোকজনদের কয়েক কোটি টাকা দেওয়া হয়েছে। ইভিএম হ্যাক করার নানা পন্থা রয়েছে। ইভিএম ব্যবহার করছে বিশ্বের মাত্র ১৮টি দেশ''।
তাহলে কি হারের আশঙ্কা? চন্দ্রবাবু নাইডুর দাবি, মোদী সরকারে আমলে অর্থনীতি বিপর্যস্ত। সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে সরকার। বিরোধী মতের কণ্ঠরোধ করতে ইডি, সিবিআই লাগিয়ে দিচ্ছে। এনডিএ ১৫০টি আসনও পাবে না। অন্ধ্রপ্রদেশে টিডিপি-র জয় নিয়ে ১০০০ শতাংশ আশাবাদী নাইডু।
আপ নেতা সঞ্জয় সিংয়ের অভিযোগ, ধৃতরাষ্ট্রের মতো আচরণ করছে নির্বাচন কমিশন। যে কোনও বোতাম টিপলেই ভোট পাচ্ছে বিজেপি। ৫০ শতাংশ ভিভিপ্যাট মেশিনের স্লিপের সঙ্গে ভোট মিলিয়ে দেওয়ার দাবি অযৌক্তিক নয় বলে মনে করেন কংগ্রেস নেতা সুশীল শিন্ডে।
সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের অভিযোগ, দেশজুড়ে খারাপ হচ্ছে ইভিএম। জেলাশাসক ব্যাখ্যা দিচ্ছেন, পোলিং আধিকারিকদের প্রশিক্ষণ নেই। ৩৫০টির বেশি ইভিএম বদলে দেওয়া হয়েছে। এটা ফৌজদারি গাফিলতি।