ব্রিগেডের ভিড়ে নজর কাড়ছে এরকমই সব `চৌকিদার`-এরা
গত লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদের দাবিদার নরেন্দ্র মোদীর প্রচার কৌসল ছিল 'চায়ে পে চর্চা'। এবার সপ্তদশ লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে দেশের 'চৌকিদার' বলে দাবি করেছেন। প্রধানমন্ত্রী নিজেকে টুইট হ্যান্ডেলে 'চৌকিদার' লিখতেই, তাঁর দেখাদেখি বিজেপি নেতা-নেত্রীরাও নিজেদেরকে 'চৌকিদার' বলে উল্লেখ করেন। এদিন ব্রিগেডের সভাতেও চোখে পড়ছে 'আমিও চৌকিদার' লেখা প্ল্যাকার্ড।
ব্রিগেড সমাবেশে আজ নজর কাড়ছে কমলা রঙের 'আমিও চৌকিদার' লেখা টুপি।
হাতে বিজেপির পতাকা, মাথায় 'আমিও চৌকিদার' লেখা টুপি। ব্রিগেডের সভায় মোদীর বক্তৃতা শোনার অপেক্ষায় এক উত্সাহী সমর্থক।
কর্মী-সমর্থকদের বসার জন্য ব্রিগেডের মাঠ জুড়ে তৈরি করা হয়েছে এরকমই লোহার খাঁচা।
চারদিকে শুধু মোদী, মোদী রব। বেলা যত বাড়ছে, তত ভিড় বাড়ছে ব্রিগেডে।
মঞ্চ তৈরি। আজ ব্রিগেড সমাবেশ থেকে রাজ্যবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী মোদী কী বার্তা দেন, সেদিকেই নজর সবার।
হাওড়া স্টেশনে বিজেপি কর্মী, সমর্থকদের ভিড়। জেলা থেকে কাতারে কাতারে সমর্থকরা আসছেন ব্রিগেডে মোদীর সভায় যোগ দিতে।
হাওড়া ফেরিঘাটে উপছে পড় ভিড়। লঞ্চ এলেই ওঠার জন্য হুড়োহুড়ি। ভিড় সামলাতে আজ প্রতি ১০ মিনিট অন্তর লঞ্চ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতা শুনতে ব্রিগেডে যাওয়ার জন্য হাওড়া স্টেশনের বাইরে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে সমর্থকরা। (ছবি সহায়তা- অর্ণবাংশু নিয়োগী, দেবারতি ঘোষ, সুকান্ত মুখার্জি)