বাবাকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে দেব
শুক্রবার কেশপুরের সভাতে বিদায়ী সাংসদ তথা ঘাটাল কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী।
সভামঞ্চে তো বটেই, সারাদিনের প্রচারেও দেবের সঙ্গে ছিলেন তাঁর বাবা গুরুপদ অধিকারী। উল্লেখ্য, এই কেশপুরের মহিষদা গ্রামেই তাঁর জন্ম।
নাম না করেই এদিন নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন তৃণমূল প্রার্থী।
ঘাটালের জন্য পুরোদস্তুর কাজ করবেন তিনি। এদিন সভামঞ্চ থেকে জনগনের উদ্দেশে এই বার্তাই দিয়ছেন দেব।
কাদা ছোঁড়াছুঁড়ি নয়, উন্নয়নের রাজনীতি চান দেব, এমনটাই জানিয়েছিলেন প্রার্থী। পাশাপাশি প্রচারে দেব এও স্বীকার করেন সাংসদে তাঁর হাজিরা কম কিন্তু এবার নির্বাচনে জিতলে নতুন করে দেবকে দেখবেন জনগন এই আশ্বাও দেন তিনি।