অভাব না কৌশল? দিলীপের বাড়িতে যজ্ঞ করতে আসা পুরোহিত বিজেপির প্রার্থী!
অঞ্জন রায়: মাস দুয়েক আগে দিলীপ ঘোষের বাড়িতে যজ্ঞ করেছিলেন কৃষ্ণ জোয়ারদার আর্য। সেই আর্যকেই বহরমপুরের প্রার্থী করল বিজেপি।
কে এই কৃষ্ণ জোয়ারদার আর্য? অন্ধকারে ঘনিষ্ঠমহলে জেলা সভাপতি গৌরিশঙ্কর ঘোষ জানিয়েছেন, প্রার্থীকে ঠিকমতো চেনেন না তিনি। রাজ্য নেতৃত্বকে এব্যাপারে জিজ্ঞেস করবেন।
মুর্শিদাবাদের জেলা নেতৃত্বই প্রার্থীকে চেনেন না। তাহলে কীভাবে প্রার্থী হলেন কৃষ্ণ জোয়ারদার আর্য? বিজেপি সূত্রের খবর, মাস দুয়েক আগে দিলীপ ঘোষের বাড়িতে যজ্ঞ করেন কৃষ্ণ জোয়ারদার আর্য। সেই তিনিই পেলেন লোকসভার টিকিট।
রাজ্য সভাপতির বাড়িতে যজ্ঞ করে টিকিট পাওয়ার খবর রটতেই উষ্মা তৈরি হয়েছে বিজেপির অন্দরে। দীর্ঘদিন ধরে বিজেপি করেও যোগ্য নেতাদের প্রার্থী করা হয়নি বলে ইতিমধ্যেই অভিযোগ উঠে গিয়েছে।
বলে রাখি, কোচবিহার থেকে বারাকপুর- তৃণমূলের প্রাক্তন নেতাদের প্রার্থী করেছে বিজেপি। এনিয়ে দলের অন্দরেই উঠেছে হাজারো প্রশ্ন। এভাবে কি ২২-২৩টি আসন জেতা সম্ভব, জল্পনা রাজনৈতিক মহলে। আরও একটি জল্পনাও ছড়িয়েছে, অধীর চৌধুরীকে বহরমপুরে ওয়াকওভার দিতেই কি এমন প্রার্থী নির্বাচন?