উন্নয়ন হয়েছে, আমার বাড়ির সামনে রাস্তা, জল এসেছে, স্বীকারোক্তি দিলীপের

Thu, 25 Apr 2019-4:03 pm,

নিজস্ব প্রতিবেদন: প্রথম দুফায় ১০টি আসনের একটিও তৃণমূল পাবে না বলে দাবি করলেন দিলীপ ঘোষ। একইসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি স্বীকার করে নিলেন, মমতার জমানায় উন্নয়ন হয়েছে। এবং তাঁর সুফল পেয়েছেন তিনি।  

বৃহস্পতিবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ দাবি করেন, দু'দফায় ১০টি আসনের একটিও পাবে না তৃণমূল। বিজেপি রাজ্যে কমপক্ষে ২৩টি আসন জিতবে। 

নরেন্দ্র মোদীর মুখ বিজেপিকে বাকি বিরোধীদের চেয়ে এগিয়ে রেখেছে বলে মনে করেন দিলীপ। তাঁর কথায়,''মোদী হাওয়া নেই বলে অনেকে বলছেন। আসলে মোদী ঝড় আসছে। হাওয়া তুলতে গেলেও কাজ করতে হয়। আমাদের মোদী আছেন। মুখ হতে গেলেও বিশ্বাসযোগ্যতা দরকার। এত উন্নয়ন করার পরও মোদী হওয়া দেখে ভয় লাগছে''।

দিলীপ বলেন, ''মমতার জনসভায় লোক হচ্ছে না। ১০টি আসনের একটিও পাবে না তৃণমূল। পরাজয়ের গন্ধ পেয়ে আবোলতাবোল বলছেন। কমপক্ষে ২৩টি আসন পাব। ২৩ মে-র পর গুণে বলে দেব''।  

বাম-কংগ্রেসকে বিঁধে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য, ৩০ বছর রাজনীতি করেছেন। অথচ হাড়পাঁজর বেরিয়ে গেল। আমরা লড়াই করেছি। বীরভূমের সভায় গতকাল ভিড় দেখেছেন তো। যেখানে নকুলদানা খাওয়ানো হয়। এবার উনি কী খাবেন? আর অক্সিজেন সিলিন্ডার লাগবে!

হিন্দুত্ববাদীদের নীতির খেসারত দিতে হচ্ছে দেশকে, মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন। দিলীপের জবাব, ''উনি যদি ভারতে এসে সমস্যার সমাধান করতেন মেনে নিতাম। সমস্যা থেকে পালিয়ে এসব বলছেন। সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন''। 

প্রসঙ্গত, অতিসম্প্রতি বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চেয়েছিলেন দিলীপ ঘোষ। পরে অবশ্য চাপে পড়ে একশো আশি ডিগ্রি ঘুরে যান বিজেপির রাজ্য সভাপতি।   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link