মাদার্স ডে-তে ভোটের উত্তাল আবহে মায়ের হাতে ঘোল খেয়ে `কুল` দিলীপ
নিজস্ব প্রতিবেদন: সকাল থেকে কোথাও তাঁকে ঘিরে বিক্ষোভ, কোথাও আবার কনভয়ে হামলা, এসবের মধ্যেই গোটা মেদিনীপুর চষে ফেললেন দিলীপ ঘোষ। পরিস্থিতি উত্তাল হলেও 'কুল' মেদিনীপুরের প্রার্থী।
মেদিনীপুর এবার দিলীপ ঘোষের জন্য সম্মানের লড়াই। ২০১৬ সালে খড়্গপুর থেকে নির্বাচন জিতেছিলেন। এবার তিনি মেদিনীপুরে দলের লোকসভার প্রার্থী।
ভোটের দিন সকাল থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। এর মাঝেই কুলিয়ানা জুনিয়র হাইস্কুলের ১১৮ নম্বর বুথে ভোট দেন বিজেপির রাজ্য সভাপতি।
ভোট দেওয়ার পর গোপীবল্লভপুরে নিজের বাড়িতে যান দিলীপ ঘোষ। মায়ের সঙ্গে দেখা করেন বিজেপি নেতা।
বাড়িতে পাতা দইয়ের ঘোল ছেলেকে খাওয়ান দিলীপবাবুর মা। এভাবেই মাদার্স ডে-তে মায়ের স্নেহের পরশ পেলেন গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি।
পরে পরিবারের সঙ্গে ছবিও তোলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী।