জয়নগরে তৃণমূলের দলীয় অফিসে আগুন, অভিযোগের তির বিজেপির দিকে
নিজস্ব প্রতিবেদন: জয়নগরে আগুনে ভষ্মীভূত তৃণমূল কংগ্রেসের দলীয় অফিস। ঘটনার জেরে উত্তেজনা গোটা এলাকায়। অভিযোগের তির বিজেপির দিকে। তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির।
যাদবপুর লোকসভা কেন্দ্রের আওতায় বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত বামনগাজিতে বিশ্বেরচকে তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসে গতকাল আগুন লেগে যায়। আগুন নেভানোর চেষ্টা করেন দলের কর্মীরা। অফিসের টিভিও খোয়া গিয়েছে বলে অভিযোগ।
তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বিজন মণ্ডল বলেন,''গতকাল নির্বাচনী প্রচারে এসেছিলেন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। উনি মিছিল করার পর আগুন লাগে অফিসে। তাঁর অভিযোগ, বিজেপির কর্মীরাই আগুন লাগিয়েছে''।
তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বিজন মণ্ডল বলেন,''গতকাল নির্বাচনী প্রচারে এসেছিলেন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। উনি মিছিল করার পর আগুন লাগে অফিসে। তাঁর অভিযোগ, বিজেপির কর্মীরাই আগুন লাগিয়েছে''।
নির্বাচন কমিশন ও পুলিসের কাছে অভিযোগ করতে চলেছে তৃণমূল। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।