৫০০০ কমলাভোগকে লড়াই দিতে তৈরি ম্যাঙ্গো রসগোল্লা, সবুজ লাড্ডুও
নিজস্ব প্রতিবেদন : বর্ধমান শহর মিষ্টির জন্য বিখ্যাত। সীতাভোগ, মিহিদানা, ল্যাংচা থেকে শুরু করে রসগোল্লা, বিখ্যাত বর্ধমানের মিষ্টি।
বিগত ভোটগুলির সময় গণনার দিন ভালোই মিষ্টি চাহিদা লক্ষ্য করা গিয়েছে। এবার তাই আগেভাগেই মিষ্টির পসরা সাজিয়ে তৈরি ব্যবসায়ীরা।
ম্যাঙ্গো রসগোল্লা সহ নানা রঙের সীতাভোগ তৈরি করা হয়েছে। অবিরের মতো মিষ্টি রং-ও ইঙ্গিতবহ।
বিগত ভোটের ফলাফলের ট্রেন্ড লক্ষ্য করে পাল্লা ভারী সবুজ মিষ্টির। অন্যদিকে, মোদীর জয়ে আম আদমিকে মিষ্টিমুখ করাতে ইতিমধ্যেই ৫০০০ কমলাভোগ তৈরিতে কোমর বেঁধে নেমে পড়েছেন বিজেপি কর্মীরা।
ম্যাঙ্গো রসগোল্লা না কমলাভোগ? শেষ হাসি কে হাসবে? উত্তর বুঝতে এখন অপেক্ষা বৃহস্পতিবারের দুপুরের।