আগামী কয়েকদিন সামলে থাকুন, দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদন: আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা আবহবিদদের। ফলে বাকি চার দফায় প্রবল গরমে ঘেমেনেয়ে ভোট দিতে হবে রাজ্যবাসীকে।
সাত দফার ভোটগ্রহণের বাকি আরও চার। তার আগে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের আশঙ্কা।
তাপমাত্রা পৌঁছতে পারে ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে।
দামোদর ও গাঙ্গেয় উপত্যকায় তাপপ্রবাহ হতে পারে বলে আশঙ্কা। আর বাকি দফার নির্বাচনগুলি দক্ষিণবঙ্গের কেন্দ্রগুলিতেই।
পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ ৪১ থেকে ৪২ ডিগ্রি। ইতিমধ্যে কয়েকটি কালবৈশাখী হওয়ায় তাপমাত্রা বাড়েনি। কিন্তু এবার তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস।
তাপমাত্রা বেশি থাকতে পারে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম ও পূর্ব বর্ধমানে। তাপমাত্রা সর্বোচ্চ থাকতে পারে পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে। বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।
তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ফেনির জেরে দিন কয়েকের মধ্যে স্বাভাবিক হতে পারে পরিস্থিতি।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তা পরিণত হতে চলেছে নিম্নচাপে। সমুদ্রতল ও বায়ুমণ্ডলে অনুকূল পরিবেশ ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা তৈরি করেছে। ঘূর্ণিঝড়টি এগিয়ে যাবে উত্তর-পশ্চিম দিকে। তারপর সেটি ঘুরে যেতে পারে উত্তর-পূর্বে। এর ফলে মে মাসের প্রথম সপ্তাহেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তৈরি হয়েছে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা। আর মে মাসের প্রথম সপ্তাহে ৬ তারিখ ভোট দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি কেন্দ্রে।