মাথায় মুকুট, হাতে গদা, ভরসা `বজরংবলী`! বিজেপি প্রার্থীর প্রচারে চমক
'হনুমান'কে নিয়ে রোড শো। এক ব্যক্তিকে হনুমান সাজিয়ে তাঁকে গাড়ির সামনে বসিয়ে 'অভিনব' প্রচার বিজেপির।
রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে এই রোড শো করা হয়। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
ছবিতে দেখা যায়, এক ব্যক্তিকে লাল প্যান্ট, লাল মোজা পরিয়ে ও মুখে লাল রঙ করে হনুমান সাজানো হয়েছে। তাঁর মাথায় রয়েছে মুকুট ও হাতে গদা। পায়ে ঘুঙুর পরা। জগন্নাথ সরকারের সমর্থনে এই রোড শো-এ অংশ নেন খোদ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সোনার বাংলা গড়ার লক্ষ্যে এই রোড শো বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন উচ্ছ্বসিত দিলীপ ঘোষ। উল্লেখ্য, রানাঘাটে টাফ ফাইট হতে চলেছে। রানাঘাট কেন্দ্র থেকে নিহত কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিত বিশ্বাসের স্ত্রী রূপালি বিশ্বাসকে প্রার্থী করেছে তৃণমূল।
প্রসঙ্গত, দেওয়াল লেখার পরেও বদল হয় রানাঘাটের বিজেপি প্রার্থীক। মনোনয় ঘিরে জটিলতার জেরে প্রার্থী করা হয় নদিয়া দক্ষিণের বিজেপি সভাপতি জগন্নাথ সরকারকে।
উল্লেখ্য, প্রথমে প্রার্থী করা হয়েছিল পেশায় সরকারি চিকিত্সক মুকুটমণি অধিকারীকে। কিন্তু তাঁর ইস্তফাপত্র গৃহীত না হওয়ায়, মনোনয়নপত্র নাকচ করে দেয় কমিশন।