`মোদীর জন্য` ৪০ মিনিট দেরি! ক্ষোভ উগরে দিলেন মমতা
লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে এদিন শিলিগুড়িতে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী প্রচারে রাজ্যে এটাই মোদীর প্রথম সভা। এদিকে নির্বাচনী প্রচারে আজ দিনহাটায় সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।
দিনহাটার সভায় তৃণমূল নেত্রী অভিযোগ করেন, আরও ৪০ মিনিট আগে আসতে পারতেন। কিন্তু প্রধানমন্ত্রী মোদীর জন্য আকাশে আটকে যান তিনি। যার ফলেই এই দেরি।
মমতা বলেন, "বাবু প্রধানমন্ত্রীর জন্য আকাশে অপেক্ষা করতে হয়। ভারতবর্ষে একজনের-ই নিরাপত্তা আছে। বাগডোগরার কাছে এসে আটকে রইলাম।"
৪০ মিনিট আটকে থাকার ফলে জনতাকে হেনস্থা হতে হয়েছে বলেও তোপ দাগেন তিনি। তাঁর অভিযোগ, "একটা মিটিংকে কেন্দ্র করে রাস্তা বন্ধ, আকাশ বন্ধ ঠিক নয়।"
উল্লেখ্য, স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর অনুযায়ী প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির বিমান ওঠা-নামার ক্ষেত্রে সংশ্লিষ্ট আকাশপথ অন্য বিমান চলাচলের জন্য নিয়ন্ত্রণ করা হয়।