`তুঘলকের ঠাকুরদা, হিটলারের জ্যাঠামশাই`, মোদীকে নজিরবিহীন আক্রমণে মমতা
দিনহাটার পর এবার মাথাভাঙা। ফের প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তোপ দাগেন, "১৫ লক্ষ টাকার টোপ দিয়ে গতবার ভোট করিয়েছিলেন, উনি ভোট পেলেও কেউ টাকা পায়নি।"
"কতবড় ধুরন্ধর! ধাপ্পা দিয়ে চাওয়ালা এবার চৌকিদার সেজেছে। চা, দুধ, চিনি, কেটলি শেষ।"
"আসল চৌকিদারদের সম্মান জানাই। কিন্তু ভুয়ো চৌকিদারকে অবজ্ঞা করি। চৌকিদার ঝুটা হ্যায়।"
"ঔদ্ধত্যপূর্ণ। শুধু প্রচার চাই। কখনও ঝুটা চাওয়ালা, কখনও দুষ্টাচার, ভ্রষ্টাচার, ফেকু চৌকিদার, এখন আবার ফিল্মস্টার!"
"নেহরুর কোট এখন নমো কোট! দোকান হয়েছে! নমো চ্যানেল! এখন আবার সিনেমা! কে তুমি মোদীবাবু? কী করেছ দেশের জন্য? কেন সাধারণ মানুষ দেখবে তোমার সিনেমা?"
"মহম্মদ বিন তুঘলকের ঠাকুরদা, হিটলারের জ্যাঠামশাই।
"লুঠ, দাঙ্গা, মানুষ খুন! মোদী বাবুর ৩টে গুন।"
"বাংলায় এসে বলছ, রাজ্যকে এই টাকা দিয়েছি,ওই টাকা দিয়েছি! দান খয়রাত করেছ নাকি? নাকি এ টাকা বিজেপির? বাংলা থেকে কর বাবদ যা নিয়ে যাও, তার ৭% মাত্র ফেরত দাও।"
"এরা যদি ক্ষমতায় ফেরে, বাবারে! আম্বেদকর সাহেব রচিত সংবিধানই পাল্টে দেবে! দেশে আর নির্বাচন-ই করতে দেবে না।"
"এই নির্বাচনে বিজেপিকে বিদায় দিন। মোদী বাবুকে কবর দিন।"
"এটা বাংলার নির্বাচন নয়, দিল্লির মসনদের ভোট। তবে জানবেন বাংলা-ই সরকার গড়বে, পথ দেখাবে। বাংলা যা পারে, অন্য কেউ পারে না।"