ফোনে মেসেজ এসেছে, মোদীর সঙ্গে বন্ধুত্ব করো, ফাঁস করলেন মমতা
নরেন্দ্র মোদী অঘোষিত জরুরি অবস্থা জারি করেছে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে জানালেন, তাঁর ফোনে এসেছে নরেন্দ্র মোদীর বার্তা।
বুধবার নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন,''নির্বাচন কমিশনে নালিশ করে বেড়াচ্ছে। নালিশ করলে বালিশ পাবেন, গণতন্ত্রের পালিস দেবেন। আমরা বিজেপি নেই। কমিশনে গিয়ে ভুয়ো অভিযোগ করি না''।
মমতার দাবি, আমার ফোনে মেসেজ এসেছে মোদীর সঙ্গে বন্ধুত্ব কর। ওর ছবি দেখতে ভাল লাগে না। হ্যাঁ, প্রধানমন্ত্রীকে সম্মান করি। কিন্তু আমার ফোনে কেন আসবে?
মমতার অভিযোগ,''ওদের অনেক পয়সা আছে। একে-ওকে ফোন করো। এটা অসাংবিধানিক নয়? এত দেব, ওত দেব বলে বেড়াচ্ছে ওরা। কিন্তু জনগণ ওদের টাটা-বাই বাই দেব''।
মমতার আরও দাবি, সিবিআই-আরবিআই সামলে নেওয়ার কথাও বলছে ওরা। তবে ওদের কোনও ফন্দিই টিকবে না।