সারদা-নারদা-হাওয়ালা অভিযুক্ত তো আপনার পাশে বসে, মোদীকে পাল্টা মমতার
নিজস্ব প্রতিবেদন: লোকসভা ভোটের মুখে ফের মোদীর গলায় ফিরে এল সারদা ও নারদা কেলেঙ্কারি। তার পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ''সারদা-নারদার অভিযুক্তই তো মোদীর পাশে বসে''।
কোচবিহারের রাসমেলা মাঠের সভায় নরেন্দ্র মোদী বলেন,''রোজ বললেই এখানকার মানুষের কাঁটার কথা মনে পড়ে। নারদমুনি ত্রিলোকে ঘুরে বেড়াতেন। আর এখানে নারদ কেলেঙ্কারির সঙ্গে জুড়ে গিয়েছে। নারদা, সারদা, রোজভ্যালি দুর্নীতিতে আপনার আজীবনের সঞ্চয় লুঠে নিয়েছে। কার সিন্দুকে গিয়েছে? গরিবদের যাঁরা লুঠেছেন, তাঁদের কাছ থেকে হিসেব নেবে চৌকিদার। আপনাদের হিতের জন্য, দেশবাসীকে রক্ষার জন্য তটস্থ রয়েছে চৌকিদার''।
ময়নাগুড়ির সভায় মোদীকে পাল্টা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়ের নাম না নিয়ে তৃণমূল নেত্রী বলেন,''আজকেও দাঁড়িয়ে বলেছেন, তৃণমূল কংগ্রেস নাকি সারদা-নারদার পার্টি। ২০১৪ সালে একই কথা বলেছেন। ২০১৬ সালে একই কথা বলেছেন। যে লোকটা আপনার সামনে বসে সভা নিয়ন্ত্রণ করছে, সে-ই তো সারদা-নারদার সবচেয়ে বড় অভিযুক্ত''।
মমতার কথায়, ''সারদা-নারদার অভিযুক্তকে পাশে নিয়ে আপনি সারদা-নারদা বলছেন। তৃণমূল টাকা নিয়ে ধোঁকা দেয় না। এটা মানুষের দল''।
নাম না করে মমতা বলেন,''সারদা-নারদার দুটি অভিযোগ রয়েছে ওর বিরুদ্ধে। তাকে পাশে নিয়ে সভা করছেন। এমনকি হাওয়ালা কেলেঙ্কারিতে যুক্ত। হাওয়ালা কেলেঙ্কারির নায়ককে নিয়ে মিটিং করছেন''।