মোদী-শাহকে বিঁধে কৃষ্ণনগরের সভায় নিজের গোত্র জানালেন মমতা
নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গে দুর্গাপুজো ও সরস্বতী পুজোয় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে চলেছেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। এদিন বোলপুরের সভা থেকে প্রধানমন্ত্রী দাবি করেছেন, বাংলায় দুর্গাপুজো করলে সমস্যা, রাম নবমী করলেও সমস্যা। এদিন কৃষ্ণনগরের সভা থেকে পাল্টা নিজের গোত্র উল্লেখ করে সম্প্রীতির পাঠ দিলেন তৃণমূল নেত্রী।
জনসভায় মমতা বলেন,''মন্দিরে গিয়েছিলাম পুরোহিত আমাকে জিজ্ঞেস করলেন গোত্র কী? বললাম মা-মাটি-মানুষ''। ত্রিপুরাতে ত্রিপুরেশ্বরী মন্দির ও পয়লা বৈশাখে কালী মন্দিরের পুজোতেও মা-মাটি-মানুষ গোত্রই বলেছিলেন মমতা। বলে রাখি, তৃণমূলের রাজনৈতিক স্লোগান মা-মাটি-মানুষ।
কেন মা-মাটি-মানুষ গোত্র বলে পরিচয় দেন মমতা? নিজেই খোলসা করেছেন তৃণমূল নেত্রী। বলেন, ''একার ভাল চাই না। মা-মাটি-মানুষের ভাল চাই। সবাই ভাল থাকলে আমি ভাল থাকি''।
মোদী-শাহের নাম না করে মমতা শ্লেষাত্নক মন্তব্য,''জগাই-মাধাই এসে বলছে, দুর্গাপুজো করতে দেয় না। জানে না কিছুই। বলছে, সরস্বতী পুজো হয় না। কালীপুজো হয় না। মমতা দুর্গাপুজো করতে দেয় না। দুর্গা মায়ের হাতে অস্ত্র রয়েছে। ওটা দিয়েই দেবে''।'
এর আগে রাহুল গান্ধীর পৈতেধারী হিন্দু পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি। পুষ্করের মন্দিরে নিজেকে দত্তাত্রেয় গোত্রের ব্রাহ্মণ বলে পরিচয় দেন কংগ্রেস সভাপতি। যদিও সনাতনী সংস্কৃতিতে গোত্র পিতার সূত্রে মেলে বলে পাল্টা তোপ দাগে বিজেপি।