নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম দেখা কবে, কোথায়? আন্দুলের সভায় ফাঁস করলেন মমতা
সুতপা সেন: নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম দেখার অভিজ্ঞতার কথা ফাঁস করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দুলের সভায় তৃণমূল নেত্রী বললেন, তিনি যখন রেলমন্ত্রী ছিলেন, তখন আরএসএসের প্রচার ছিলেন নরেন্দ্র মোদী। বইতেন প্রধানমন্ত্রীর ব্যাগ।
বুধবার মমতা কটাক্ষের সুরে বলেন,''কোনওদিন রাজনীতি করেছে! আমাদের ব্লক প্রেসিডেন্টের যা যোগ্যতা আছে সেটা অমিত শাহের নেই। জেলা প্রেসিডেন্টের যা যোগ্যতা আছে সেটা নরেন্দ্র মোদীর নেই''।
মমতা আরও বলেন, ''চিনতামও না কোনওদিনই। আমি প্রথম দেখেছিলাম, অটলবিহারী বাজপেয়ী তখন প্রধানমন্ত্রী, গুজরাটে ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পের সময় রেলমন্ত্রী ছিলাম। রাতে রেললাইন পেতে দিয়েছিলাম। তখন গুজরাটে গিয়েছিলাম। অটলজির ব্যাগ ধরে নামছেন এক ভদ্রলোক''।
ওই ভদ্রলোকই ছিলেন নরেন্দ্র মোদী। প্রথম তাঁকে দেখে অটলের কাছে মমতা জানতে চান, ইনি কে? তত্কালীন প্রধানমন্ত্রী জবাব দিয়েছিলেন,''আরএসএসের প্রচারক, ইনি নরেন্দ্র মোদী''।
মমতার কটাক্ষ, ওনার অভিজ্ঞতা নিয়ে বলতে চাই না। আডবাণী জিকে জিজ্ঞেস করুন অভিজ্ঞতা কী। মুরলী মনোহর যোশীকে জিজ্ঞেস করুন, অভিজ্ঞতা কী। আমি বলতে চাই না।
নরেন্দ্র মোদীর সমাজ ও রাজনীতি সম্পর্কে জ্ঞান নেই বলে দাবি করেন মমতা। তাঁর মন্তব্য, রাজনৈতিক দলের রাজনীতি ও সমাজ সম্পর্কে জানা উচিত। দেশের সংস্কৃতি সম্পর্কে জানা উচিত। নির্বাচন আসলেই দাঙ্গা লাগিয়ে দাও। ভেদাভেদের রাজনীতি করে ওরা।