প্রচার সভায় হনুমান শাবককে আদর মুনমুন সেনের, দেখুন ছবিতে
শনিবার রাতে আসানসোলের দক্ষিণখন্ড ধর্মরাজ তলায় একটি জনসভায় যোগ দেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন। সভামঞ্চেই একটি হনুমান শাবককে আদর করতে দেখা যায় মুনমুন সেনকে। ক্যামেরাবন্দি হয় সেই মুহূর্তের ছবি।