পুরস্কার থেকে স্কলারশিপ- সব সুবিধাই নিয়েছিলেন, নাসিরুদ্দিনদের বিঁধলেন মোদী
সংবিধান ও গণতন্ত্রকে বাঁচাতে বিজেপিকে ভোট না দেওয়ার আবেদন করেছেন ছশোরও বেশি শিল্পী। অমল পালেকর থেকে নাসিরুদ্দিন শাহরা রয়েছেন সেই তালিকায়। শনিবার এনিয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদী।
সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী দাবি করেন, বিগত সরকারের জমানায় নানা সুবিধা পেয়েছেন।
গুণীজনদের একটা অংশ আপনার বিরোধিতা করেছেন? প্রধানমন্ত্রীর সটান জবাব, এরা কারা আমি চিনি না।
প্রধানমন্ত্রী দাবি করেন, বিগত সরকারের নিশ্চিতভাবেই এরা সবরকম সুযোগ-সুবিধা পেয়েছিলেন।
কী রকম? প্রধানমন্ত্রীর বক্তব্য, ওনারা পুরস্কার, সম্মান, সন্তানদের স্কলারশিপ, এমনতি বিদেশে পড়াশুনোর সুযোগও নিয়েছিলেন।