চুপচাপ পদ্মে ছাপ, দিদির ৪০ জন বিধায়ক আমার সঙ্গে যোগাযোগ রাখছেন: মোদী
নিজস্ব প্রতিবেদন: চুপচাপ কমল ছাপ। বুথে বুথে টিএমসি সাফ। শ্রীরামপুরের সভায় বাংলার বিজেপি কর্মীদের সুরই মোদীর গলায়। আর প্রধানমন্ত্রীর মুখে এমন স্লোগান শুনে উঠল হাততালির ঝড়।
এদিন শ্রীরামপুরের সভায় নরেন্দ্র মোদী বলেন, দিদি আপনার দলের প্রতি রেগে গিয়েছেন মানুষ। বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন আপনি।
মোদী আরও দাবি করেন, তাঁর সঙ্গে যোগাযোগ রয়েছে ৪০জন তৃণমূল বিধায়কের। দিদির পায়ের তলার মাটি সরে গিয়েছে।
মোদী বলেন,''আমাকে গালাগালি করা ছাড়া দিদির আরও কিছু করার নেই। দিদি যতই গালি দিন, বাংলার মানুষ ঠিক করে ফেলেছেন ২৩শে মে 'আরও একবার বিজেপি সরকার''।
সকাল থেকে বাংলার অশান্তির খবর পেয়েছেন বলেও জানান মোদী। বলেন, ''সকাল থেকে হিংসার খবর পাচ্ছি। দিদির মেজাজ বিগড়ে গিয়েছে। ওনার কাছে লোকজন যেতে ভয় পাচ্ছে''।