সময়ে ভরল না মাঠ, নির্দিষ্ট সময়ের থেকে পিছল অমিত শাহের সভা
মাঠ ভরল না অমিত শাহের সভার। মঞ্চ তৈরি। মাঠে উড়ছে বিজেপির পতাকা। কিন্তু মাঠে বসে মাত্র গুটিকতক কয়েকজন সমর্থক।
এদিন প্রথমে সকাল ১০টায় বনগাঁয় বিজেপি সভাপতি অমিত শাহের সভা হবে বলে স্থির ছিল। পরে সময় পিছিয়ে বেলা ১১টা করা হয়। কিন্তু বেলা ১টা পর্যন্ত এখন মাঠ ভরেনি। সভাস্থলে এখনও পৌঁছননি অমিত শাহ।
একদিকে বনগাঁয় যখন ফাঁকা মাঠের ছবি, তখন বিপরীত চিত্র হাওড়ায়।
বনগাঁর সভায় মাঠ ফাঁকা থাকলেও, হাওড়ার সভায় চোখে পড়ল উত্সাহী সমর্থকদের উপছে পড়া ভিড়। বিজেপি সভাপতির বক্তব্য শুনতে উদগ্রীব কর্মী, সমর্থকরা।
পঞ্চম দফায় ৬ মে বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ এই ৭ কেন্দ্রে ভোটগ্রহণ।
রাজ্যে পদ্মবাগান তৈরিতে মরিয়া গেরুয়া শিবির। দফায় দফায় তাই রাজ্যে আসছেন মোদী, শাহ। সোমবার পঞ্চম দফার ভোটের আগে তাই আজ আবার ৪ কেন্দ্রে সভা অমিত শাহের।