`আমরা চপ খেতে ভালবাসি, কিন্তু...`, মমতার পাশে দাঁড়িয়ে বললেন নুসরত
কমলিকা সেনগুপ্ত: ব্রিগেডে নরেন্দ্র মোদী বিঁধছেন তৃণমূলকে। ঠিক তখনই দিনহাটায় মোদীকে জবাব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিনহাটার সভায় এদিন কেন্দ্রকে বিঁধলেন বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত্।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন নুসরত। বলেন, ''আমি আপনাদের মেয়ে হয়েছি। আপনারা পাশে থাকবেন। সব ধর্ম মিলে মিশে থাকব''।
নরেন্দ্র মোদীর নাম না করে বসিরহাটের তৃণমূল প্রার্থীর কটাক্ষ,''আমরা চপ খেতে ভালবাসি, কিন্তু ওনার ঢপের চপ খাব না''।
নুসরতের দাবি, পশ্চিমবঙ্গে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রচুর কাজ হয়েছে কয়েক বছরে।
ভোটারদের তৃণমূল প্রার্থীর আবেদন, দিদির হাত শক্ত করবেন। কেন্দ্রের সরকারকে ক্ষমতাচ্যুত করতে ভোটাররাই স্ট্রাইক করবেন।