`পাই পয়সা বুঝে নেবে চৌকিদার`, কোচবিহারে হুঙ্কার মোদীর
কোবিহারের রাসমেলার ময়দান থেকে চিটফান্ড কেলেঙ্কারিকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সভায় মোদী বলেন, "মা সারদাকে সারা দেশ পুজো করে। কিন্তু, দিদি বাংলায় সারদা কেলেঙ্কারি দিয়েছেন।"
"নারদ মুনি ত্রিভুবনে পরিচিত। বাংলায় তাঁর পরিচিতি কেলেঙ্কারিতে।"
"Rose বললে মানুষ ফুলের কথা মনে করে, কিন্তু এখানে Rose মানে কাঁটা।"
তোপ দাগেন, "দিদি ও তাঁর সঙ্গী-সাথীরা মিলে সারদা, রোজভ্যালির সব টাকা লুঠ করেছে।"
কোচবিহারের সভায় মোদী আশ্বাস দেন, "চৌকিদার ফের সরকারে এলে তোলাবাজি, গুন্ডাগিরি সব বন্ধ হয়ে যাবে।"
বলেন, "সারদা-নারদার টাকা কার সিন্দুকে? পাই পাই হিসেব বুঝে নেবে এই চৌকিদার।"
"যাঁর পকেটে চিটফান্ডের টাকা গিয়েছে, চৌকিদার তা ঠিক বের করে আনবেন" বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।