মিশন শক্তির সাফল্য ঘোষণায় নিয়ম ভাঙেননি মোদী, জানাল নির্বাচন কমিশন
'মিশন শক্তি' সফল হওয়ার পর জাতির উদ্দেশে ভাষণে তা ঘোষণা করেন নরেন্দ্র মোদীর। লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রীর এহেন ঘোষণার কমিশনের দ্বারস্থ হয় বিরোধীরা।
শুক্রবার বিরোধীদের অভিযোগ খারিজ করে দিল নির্বাচন কমিশন। জানাল, আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেননি প্রধানমন্ত্রী।
মহাকাশে একটি উপগ্রহকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করেছে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চিনের পর চতুর্থ রাষ্ট্র হিসেবে এমন শক্তি অর্জন করেছে দেশ। বুধবার দুপুরে নিজেই সে কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ঘোষণার পর সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ভোটের মুখে ঘোষণা করে বিধি লঙ্ঘন করেছেন প্রধানমন্ত্রী। ডিআরডিও-কে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নাটক করছেন বলে কটাক্ষ করেন রাহুল গান্ধী।
বিরোধীদের দাবি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করে নির্বাচন কমিশন। ওই কমিটি জানিয়ে দেয়, নির্বাচনের আদর্শ আচরণবিধির গণমাধ্যম সংক্রান্ত অনুচ্ছেদ (IV)-অংশ VII অনুযায়ী এই সিদ্ধান্তে উপনীত হয়েছে কমিশন।