ছবি: `হর হর মোদী` শব্দব্রহ্মে কাশীতে মেগা শো নমোর
নিজস্ব প্রতিবেদন: শুক্রবার বারাণসীতে মনোনয়নপত্র পেশ করবেন নরেন্দ্র মোদী। তার আগের দিন বৃহস্পতিবার রোড শো করলেন বিদায়ী সাংসদ।
তাঁর রোড শোয়ে সামিল হলেন অকালি নেতা তথা পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে-সহ কেন্দ্রীয় মন্ত্রীরা।
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সামনে মদনমোহন মালবীয়র মূর্তিতে মাল্যদান করে রোড শো শুরু করেন নরেন্দ্র মোদী।
রোড শোয়ের পর দশাশ্বমেধ ঘাটে আরতি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার দুপুর ১২টা নাগাদ মনোনয়নপত্র জমা দেবেন বারাণসীর হাইপ্রোফাইল বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী।
বারাণসীতে মোদীর রোড শোয়ে আছড়ে পড়ে সমর্থকদের ভিড়।
বারাণসীর রাস্তায় মানুষের জনসমুদ্র।
রোড শোয়ে সামিল হয়েছেন প্রায় ৫ লক্ষ সমর্থক, দাবি বিজেপির।
বিজেপির পতাকায় মুড়িয়ে ফেলা হয়েছিল গোটা শহর।