Exclusive: মোদীর ব্রিগেডে থাকছে ১২টি জার্মান হ্যাঙার, দেখে নিন ছবিতে
অঞ্জন রায়: আগামী ৩ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ সফল করতে চেষ্টার ত্রুটি রাখছে না বিজেপি। চৈত্রের চাঁদিফাটা রোদ থেকে কর্মী-সমর্থকদের আচ্ছাদনের ব্যবস্থায় আনা হয়েছে জার্মানি হ্যাঙার।
গোটা ব্রিগে়ডেই আচ্ছাদনের ব্যবস্থা করা হবে বলে আগে জানিয়েছিল বিজেপি। কিন্তু তা বাস্তবসম্মত নয়। সামান্য অংশ ঢাকা হবে আচ্ছাদনে। মোট ৫৭ লক্ষ বর্গফুট জুড়ে থাকছে হ্যাঙার বা আচ্ছাদন।
আচ্ছাদনের ব্যবস্থা করতে এসেছে ১২টি জার্মান হ্যাঙার। তিনটি লাইনে চারটি করে হ্যাঙার বসানো হচ্ছে। হ্যাঙারের মাথায় থাকছে অ্যালুমিনিয়ামের আচ্ছাদন।
বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশে তৈরি করা হয়েছে মোট ৩টি মঞ্চ। থাকছে একটি মূল মঞ্চ। তার পাশে আরও দু'টি। মূল মঞ্চটি ৬০ মিটার লম্বা। চওড়া ৪০ মিটার। আর পাশের দুটি মঞ্চ ৪০ মিটার লম্বা। চওড়া ২০ মিটার।
মূল মঞ্চে থাকবেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির রাজ্য নেতৃত্ব। পাশের মঞ্চটি জেলা সভাপতিদের জন্য থাকছে বরাদ্দ। আর একটি মঞ্চে লোকসভা ভোটের প্রার্থীদের বসার বন্দোবস্ত করা হয়েছে।