ছবি: সূর্যের রোড শোয়ে লালঝান্ডায় মুড়ল বাঁকুড়া, স্তব্ধ শহর
নিজস্ব প্রতিবেদন: বাঁকুড়ায় আজ শক্তিপ্রদর্শন করল বামেরা। সূর্যকান্ত মিশ্রের নেতৃত্বে রোড শোয়ে সামিল হলেন কয়েক হাজার বাম কর্মী-সমর্থক।
বাঁকুড়ার বাম প্রার্থী অমিয় পাত্র ও বিষ্ণুপুরের বাম প্রার্থী সুনীল খাঁয়ের সমর্থনে রোড শো করেন সিপিএমের রাজ্য সম্পাদক।
আজ সকালে বাঁকুড়া শহরের পাঁচ বাগা এলাকা থেকে শুরু হয় সূর্যকান্তবাবুর রোড শো। সারা শহর পরিক্রমা করে শেষ হয় লালবাজার এলাকায়।
এদিন বাঁকুড়া শহর কার্যত ঢাকা পড়ে যায় লাল ঝান্ডায়।
রোড শোয়ে অংশ নেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়াও।
রোড শোয়ের পর এদিন সাংবাদিকদের প্রশ্নে সূর্যকান্ত মিশ্র বলেন, ''শেখ হাসিনা মিষ্টি পাঠাচ্ছে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় মোদীকে পাঠাচ্ছেন। হাঁড়িতে করে পাঠাচ্ছেন মিষ্টি। কিন্তু মোদী হাটে সেই হাঁড়ি ভেঙে দিয়েছেন। এখন মিষ্টি রাস্তায় গড়াগড়ি খাচ্ছে''।
মোদী-মমতার আঁতাঁতের অভিযোগ করে সূর্যকান্তের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ও মোদীর সম্পর্ক নিছক সৌজন্যের নয়। তাঁদের সম্পর্ক রাজনৈতিক।