টাইমের `প্রধান বিভাজক` প্রতিবেদনের সাংবাদিক আতিস তাসীর পাকিস্তানি: বিজেপি
নিজস্ব প্রতিবেদন: নরেন্দ্র মোদীকে 'প্রধান বিভাজক' আখ্যা দিয়ে টাইম ম্যাগাজিনের প্রতিবেদন নিয়ে পড়ে গিয়েছে শোরগোল। দুদফার নির্বাচনের আগে বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদীকে নিশানা করেছে বিরোধীরা।
'প্রধান বিভাজক'' প্রতিবেদনের সাংবাদিক আতিস তাসীর পাক নাগরিক বলে দাবি করেছে বিজেপি। দলের মুখপাত্র সম্বিত্ পাত্র বলেন, '''প্রধান বিভাজক' প্রতিবেদনের প্রতিবেদক পাকিস্তানি নাগরিক। সার্জিক্যাল স্ট্রাইক ও বালাকোটে এয়ার স্ট্রাইকের পর মোদীকে ঘৃণা করে ওরা। ২০১৪ সালের আগেও এমন প্রতিবেদন লেখা হয়েছিল। আবারও একই ঘটনা'।
সম্বিত আরও দাবি করেন, নরেন্দ্র মোদী বিভাজক নন, সংযোজক। ১৭টি করকে একত্রিত করে পণ্য ও পরিষেবা কর চালু করেছেন প্রধানমন্ত্রী।
বলে রাখি, সাংবাদিক আতিস তাসীর ভারতীয় সাংবাদিক তভলীন সিং ও পাকিস্তানি রাজনীতিক ও ব্যবসায়ী প্রয়াত সলমন তাসীরের সন্তান। উইকিপিডিয়া অনুযায়ী, ব্রিটিশ সাংবাদিক আতিস।