আপনার বায়োপিকে নায়িকা কে? সঞ্চালকের প্রশ্নে কী জবাব দিলেন রাহুল গান্ধী?
নিজস্ব প্রতিবেদন: রাজনীতি থেকে ভাই-বোনের সম্পর্ক- সব কিছু নিয়েই মুখ খুললেন রাহুল গান্ধী। স্কুল পড়ুয়াদের নিয়ে একটি প্রশ্নোত্তর পর্বে হাজির হয়েছিলেন রাহুল। অনুষ্ঠানে সঞ্চালনা করেছিলেন রেডিও জতি মালিস্কা ও অভিনেতা সুবোধ ভাবে।
নরেন্দ্র মোদীর বায়োপিক নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর। আপনার বায়োপিকে কে হবেন নায়িকা? লোকমান্য তিলক ও বাল গর্ন্ধবের বায়োপিকের অভিনেতার ভাবে এই প্রশ্ন করেন রাহুলকে। কংগ্রেস সভাপতির জবাব, দুর্ভাগ্যবশত কাজের সঙ্গে বিবাহ করেছি আমি।
ফেসবুক, টুইটারে এখন অভ্যস্ত হয়ে উঠেছেন যুবসমাজ। রাহুলের কথায়,'সোশ্যাল মিডিয়া ভার্চুয়াল। সেটা ঠিক আছে। তবে বাস্তবজগত্ থেকে বিমুখ হওয়া উচিত নয়'।
ন্যায় প্রকল্পের জন্য মধ্যবিত্তদের উপরে করের বোঝা চাপবে না বলেও আশ্বাস দিয়েছেন রাহুল। তাঁর কথায়, ন্যায় প্রকল্পের জন্য মধ্যবিত্তের উপরে অতিরিক্ত করের বোঝা চাপবে না।
তাঁকে সাহসী আখ্যা দিয়েছেন বোন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। রাহুলের কথায়, 'আমি নাছোড় মনোভাবের। দুর্বলের পাশে দাঁড়াই'। ক্ষমতায় ফিরে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা জোর দেওয়া হবে বলেও স্পষ্ট করেছেন কংগ্রেস সভাপতি।
প্রধানমন্ত্রীকে নিয়ে একটি প্রশ্নে রাহুল বলেন, 'আমি মোদীকে ভালবাসি। ওনার প্রতি ঘৃণা বা রাগ নেই'।