দিদির রাজ্যে মোদী ঝড়ের ইঙ্গিত দিল টুডেজ চাণক্যের বুথফেরত সমীক্ষাও
নিজস্ব প্রতিবেদন: ২০১৪ সালের লোকসভা ভোটে বুথফেরত সমীক্ষা হুবহু মিলিয়ে দিয়ে চমকে দিয়েছিল টু়ডেজ চাণক্য। এবার পশ্চিমবঙ্গে বিজেপির দু'অঙ্কের আসন প্রাপ্তির আভাস দিল সমীক্ষক সংস্থাটি।
টুডেজ চাণক্যর আভাস, রাজ্যে তৃণমূল পেতে পারে ২৩টি আসন। ৮টি আসন কম-বেশি হতে পারে।
বিজেপি ১৮টি আসন পেতে পারে বলে ইঙ্গিত টুডেজ চাণক্যর। ৮টি আসন কমবেশি হতে পারে। অর্থাত্ দু'অঙ্কের ঘরে থাকছে বিজেপি।
কংগ্রেস একটি আসন পেতে পারে। ১টা কম-বেশি হবে। তবে বামেদের শূন্য হাতেই ফিরতে হবে।
জন কি বাতের সমীক্ষা বলছে, পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে তৃণমূল পেতে চলেছে ১৩-২১টি আসন। ইউপিএ অর্থাত্ কংগ্রেস পেতে পারে ৩টি আসন। ১৮ থেকে ২৬টি আসন জিততে চলেছে বিজেপি।