লকডাউন দিঘা, এমন `প্রাণহীন` সৈকত দেখে অবাক সমুদ্রও

Wed, 25 Mar 2020-7:57 pm,

ছুটি পেলেই ভ্রমণপ্রিয় বাঙালির ডেস্টিনেশন "দী-পু-দা", দীঘা-পুরী কিংবা দার্জিলিং। লকডাউনের আওতায় সৈকত নগরী দিঘা যেন ফনিহারা মনি। খা-খা করছে নীলদিগন্তের মোহময়ী বালুচর।জনমানবহীন বিশ্ববাংলা উদ্যান কার্যত স্তব্ধ। ঢেউয়ের কোলাহলে নেই এখন পর্যটকদের উল্লাস। চিকচিক করছে সমুদ্রতট, নেই কারোর পায়ের ছাপ।

জনমানবহীন বিশ্ববাংলা উদ্যান কার্যত স্তব্ধ। ঢেউয়ের কোলাহলে নেই এখন পর্যটকদের উল্লাস। চিকচিক করছে সমুদ্রতট, নেই কারোর পায়ের ছাপ।

উপকূলের রাস্তায় নেই সমুদ্র স্নানের লম্বা ভিড়। ঝাউ বনের শিরায় শিরায় চরম নিরবতা।

দিঘার প্রান্তরে ফিকে হয়েছে ফোটো তোলার হিড়িক। সমুদ্র শহর আজ প্রাণহীন।

ফাঁকা নৌকা বিদীর্ণ হয়ে পড়ে রয়েছে মাঝির অপেক্ষায়। সমুদ্রের বুকে আজ নেই শয়ে শয়ে ট্রলার, জাহাজের বাহার।

দিঘা স্টেশনে নেই উৎসাহী পর্যটকদের আগমন। ঠিক যেন বেরঙিন সাতরঙা সমুদ্রের দেশ।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link