লঞ্চ করছে ইলেকট্রিক স্কুটার! দামও নাগালের মধ্যেই
আকাশছোঁয়া তেলের দামে যখন রীতিমতো নাভিশ্বাস উঠছে আম জনতার, তখন স্বস্তির খবর নিয়ে এল অ্যাথার এনার্জি। দীর্ঘ অপেক্ষার পর ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে তাদের ইলেকট্রিক স্কুটার।
বেঙ্গালুরুর অ্যাথার এনার্জি-র তৈরি এই ইলেকট্রিক স্কুটারটির নাম অ্যাথার এস-৩৪০ (Ather S340)।
৫ জুন, ২০১৮ মঙ্গলবার বাজারে লঞ্চ করতে চলেছে এথার এনার্জির ইলেকট্রিক স্কুটারটি।
সংস্থার দাবি, স্কুটারটির ব্যাটারি ফুল চার্জ হতে সময় লাগবে এক ঘণ্টার একটু বেশি সময়। আর ১০০ শতাংশ চার্জ হয়ে গেলে স্কুটারটি চলবে অন্তত ৬০ কিলোমিটার।
অ্যাথার এনার্জি-র দাবি, ০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে পৌঁছাতে স্কুটারটি সময় নেবে মাত্র ৫ সেকেন্ড।
সংস্থার দাবি, অ্যাথার এস-৩৪০-র টপ স্পিড ৭২ কিলোমিটার প্রতি ঘণ্টা।
অ্যাথার এস-৩৪০ স্কুটারটির দাম ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে।