হ্রদ থেকে উঠে এল ৭০ বছর আগের তলিয়ে যাওয়া গ্রাম
জলের নীচ থেকে উঠে এসেছে ভাঙাচোরা সিঁড়ি, শ্যাওলাধরা দেওয়াল, আরও নানা নির্মাণের চিহ্ন। আসলে ৭০ বছর পর হ্রদের তলা থেকে জেগে উঠল আস্ত এক গ্রাম। তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ইটালির টাইরোলে।
রেসচেন পাসের ২ কিমির মধ্যেই রয়েছে লেক রেসিয়া। সেই হ্রদ থেকে জল বার করা হচ্ছিল। তখনই স্থানীয়দের চোখে পড়ে হ্রদের নীচে ডুবে থাকা গ্রামটি। জানা গিয়েছে, গ্রামটির নাম কিউরন।
প্রায় একশো পরিবারের বাস ছিল এই গ্রামে। ১৯৫০ সালে একটি জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করার সময়ে বন্যায় জলে তলিয়ে গিয়েছিল গ্রামটি।
একটি বাঁধ (dam)তৈরি করা হয়েছিল সে সময়ে। আর পাশাপাশি অবস্থিত দুটি হ্রদকে একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল। এর ফলে কিউরন গ্রামটি তলিয়ে গিয়েছিল।
এই গ্রামের বাসিন্দারা গ্রাম ছেড়ে তখন অন্যত্র চলে যান। প্রায় ১৬০টি বাড়ি জলের নীচে চলে যায়। সেই থেকে গ্রামটি হ্রদের নীচে সকলের অগোচরেই ছিল।
এখন হঠাৎই ৭০ বছর আগের সেই গ্রামের সন্ধান মিলল। যা নিয়ে স্থানীয়দের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। নেটমাধ্যমেও চলছে জোর চর্চা।