Aadhar Card হারিয়েছেন? ঘরে বসেই কীভাবে পাবেন, জেনে নিন

Tue, 23 Mar 2021-7:09 pm,

UIDAI বা Unique Identification Authority of India এর ওয়েবসাইট uidai.gov.in খুলতে হবে।

২)  ওয়েবসাইটের হোমপেজে  'My Aadhar' অপশনে ক্লিক করলে একাধিক লিস্ট ফরম্যাট নজরে আসবে।

তালিকায় 'Aadhar Service' কলামে 'Retrieve Lost or Forgotten EID / UID' এই অপশনে ক্লিক করতে হবে।

নিজের ইচ্ছেমতো একটা নম্বর বেছে নিতে হবে। পুরো নাম, মোবাইল নম্বর, ইমেল-আইডি পূরণ করার পর Captchaআসবে স্ক্রিনে। Send OTP অপশনে ক্লিক করতে হবে।

মোবাইল নম্বরে ৪ বা ৬ ডিজিট কোডের একটি OTP আসবে। এরপর ফের মোবাইল নম্বরে আপনার EID/UID নম্বর আসবে।

সবশেষে একটি পেমেন্ট গেটওয়ে পেজ আসবে। যেকোন ডিজিটাল পেমেন্টে ৫০ টাকা দিলেই আধার কার্ডের হার্ড কপি ১৫ দিনের মধ্যে পৌঁছবে আপনার বাড়িতে স্পিড পেস্টের মাধ্যমে।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link