দীপিকার বিয়ের পর আচমকা এ কী হল ক্যাটরিনার?
কখনও সলমন খান আবার কখনও রণবীর কাপুর, বলিউডে আসার পর একের পর এক সম্পর্কে জড়িয়েছেন ক্যাটরিনা কাইফ। কিন্তু, বেশিদিন স্থায়ী হয়নি তাঁর কোনও সম্পর্কই। এবার যখন অনুষ্কা শর্মা থেকে সোনাম কাপুর কিংবা হালফাইল দীপিকা পাডুকন, প্রিয়াঙ্কা চোপড়া-রা সাতপাকে বাঁধা পড়ছেন, সেই সময় কি একটু বিমর্ষই শোনাল ক্যাটরিনার গলা? কেরিয়ারের পাশাপাশি এবার কি তিনিও বিয়ে করে সংসারী হতে চাইছেন?
বলিউডে আসার পর পরই সলমন খানের সঙ্গে সম্পর্কে জড়ান ক্যাটরিনা কাইফ কিন্তু সল্লুর সঙ্গে বিচ্ছেদের পরই ক্যাটের জীবনে আসেন রণবীর কাপুর
'আজব প্রেম কি গজব কাহানি'-র সময় থেকেই রণবীর কাপুরের সঙ্গে লিভ ইন সম্পর্কে জড়িয়ে পড়েন ক্যাটরিনা কাইফ
বিয়ে বা সাংসারিক জীবন নিয়ে এই মুহূর্তে ভাবনা চিন্তা করছেন না, সঠিক সময় হলে সব হবে, ভাগ্যের উপর সবকিছু ছেড়ে দিয়েছেন বলেও জানান ক্যাটরিনা
প্রকৃত ভালবাসা সঠিক সময়ে তাঁর জীবনে আসবে বলেও আশা প্রকাশ করেন 'জিরো'-র অভিনেত্রী
অন্য সবার মত তিনিও স্বামী, সন্তান নিয়ে সংসার করতে চান বলেও জানান বলিউডের এই অভিনেত্রী
বিয়ে তিনি করবেন ঠিকই, কিন্তু এসব নিয়ে বেশি ভাবনাচিন্তা কখনও করেন না বলেও জানান ক্যাট
রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদ তাঁর কাছে আশীর্বাদের মত বলেও সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে মন্তব্য করেন ক্যাটরিনা কাইফ
৫ বছর লিভ ইন সম্পর্কে থাকার পর ২০১৬ সালে রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় ক্যাটরিনা কাইফের