১৯৯১ সালের পর সর্বনিম্নে ঠেকল খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি
নিজস্ব প্রতিবেদন: ২০১৭-১৮ আর্থিক বছরের সঙ্গে ২০১৮-১৯ সালে গড় মূল্যবৃদ্ধি প্রায় সমান। গত ২৭ বছরে এমন নজির নেই।
মূল্যবৃদ্ধি নিয়ে বিশ্লেষণ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি ক্রিসিল। তাদের বিশ্লেষণ বলছে, ২০১৮-১৯ সালে মূল্যবৃদ্ধি ০.১৪ শতাংশ। ১৯৯৯-২০০০ সালে শেষবার মূল্যবৃদ্ধি ১ শতাংশের নীচে নেমেছিল।
২০১৩-১৪ থেকে মূল্যবৃদ্ধি নিম্নগামী। ওই বছরেই শেষবার বছরে জিনিসপত্রের দাম ১০ শতাংশ বেড়েছিল।
শুধু তাই নয়, গত ২৭ বছরে সর্বনিম্নে ঠেকেছে মূল্যবৃদ্ধি। ২০১৮-১৯ সালে মূল্যবৃদ্ধি দাঁড়িয়েছে ০.১৪ শতাংশ। ১৯৯১ সালের পর যা সর্বনিম্ন।
অর্থনীতিবিদদের মতে, চাহিদার হ্রাস, আন্তর্জাতিক মূল্যূবৃদ্ধি ও ন্যূনতম সহায়ক মূল্যের জন্য মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রয়েছে। তবে ফসলের পরিমাণ না বাড়লে মূল্যবৃদ্ধি এক জায়গায় থাকলে লোকসানের মুখে পড়তে হয় কৃষকদের।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া অর্থনৈতিক উপদেষ্টা সৌম্যকান্তি ঘোষের কথায়,''গত কয়েকবছরে মূল্যবৃদ্ধি নিম্নগামী। সরবরাহ ব্যবস্থা উন্নতি, ফসলের উত্পাদন বৃদ্ধি ও ন্যূনতম সহায়ক মূল্য তেমন না বাড়ায় নিয়ন্ত্রণে রয়েছে মূল্যবৃদ্ধি। তাছাড়া চাহিদার পরিবর্তনও ঘটেছে। মানুষ খাবারে আর ততটা খরচ করছেন না। বরং বিভিন্ন ধরনের পরিষেবায় খরচ বেড়েছে সাধারণ মানুষের''।