LPG Price: গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটা কমল! নতুন বছর পড়তে না পড়তেই বড় স্বস্তি...
দাম কমল গ্যাসের। এক ধাক্কায় অনেকটাই। (তথ্য: অয়ন ঘোষাল)
কতটা কমল? সিলিন্ডার প্রতি ১৬ টাকা। (তথ্য: অয়ন ঘোষাল)
এটুকুতেই সামান্য স্বস্তি নিউ ইয়ারে। (তথ্য: অয়ন ঘোষাল)
নতুন দাম কার্যকর হবে আগামীকাল, বুধবার ১ জানুয়ারি থেকেই! (তথ্য: অয়ন ঘোষাল)
সকাল ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে। (তথ্য: অয়ন ঘোষাল)
তবে, এই দাম কমাটা ডোমেস্টিক সিলিন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই দামটা কমেছে ১৯ কিলোর বাণিজ্যিক গ্য়াস সিলিন্ডারের। এর দাম চলছে ১৯১১ টাকা। কাল সকালে এর থেকে ১৬ টাকা কম দিতে হবে। ওদিকে ডোমেস্টিক সিলিন্ডারের দাম অপরিবর্তিতই। এই গ্যাসের দাম ৮২৯ টাকা। (তথ্য: অয়ন ঘোষাল)