নতুন বছরের প্রথম চন্দ্রগ্রহণ, কোথায়, কখন দেখবেন জেনে নিন
২০২০ সালের ১০ জানুয়ারি বছরের প্রথম চন্দ্রগ্রহণ। দশকের প্রথম চন্দ্রগ্রহণ ঘিরে মানুষের আগ্রহ তুঙ্গে।
চাঁদ ও পৃথিবী নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে সূর্যের সঙ্গে একই সরলরেখায় চলে আসে। সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবীর অবস্থান হয়। তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপরে পড়ে-একেই বলে চন্দ্র গ্রহণ।
শুক্রবার ভারতীয় সময় রাত ১০ টা বেজে ৩৭ মিনিট থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ।
চন্দ্রগ্রহণ শেষ হবে শনিবার রাত ২টো বেজে ৪২ মিনিটে। মোট ৪ঘণ্টা ৫ মিনিট স্থায়ী হবে চন্দ্রগ্রহণ।
ভারত সহ এশিয়ার দেশগুলি থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। এছাড়া অস্ট্রেলিয়া, আফ্রিকার দেশগুলি, উত্তর এবং দক্ষিণ আমেরিকার পূর্বপ্রান্তের দেশগুলি থেকে দেখা যাবে আজকের চন্দ্রগ্রহণ।