বুদ্ধপূর্ণিমায় চন্দ্রগ্রহণ, পশ্চিমবঙ্গ থেকে দেখা যাবে Super Blood Moon
নিজস্ব প্রতিবেদন: ইয়াস ঘূর্ণিঝড় আছরে পড়ার দিনই বুদ্ধপূর্ণিমা। এদিনই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। শুধু তাই নয়, চাঁদ রূপ বদলাবে এদিন।
লাল, বড়, উজ্জ্বল হয়ে ধরা দেবে মাঝ আকাশ। বৈজ্ঞানিক শব্দে যাকে সুপারমুন বলা হচ্ছে। মহাকাশ বিজ্ঞানীদের কথায় ব্লাড সুপারমুন সঙ্গে চন্দ্রগ্রহণ বিরল ঘটনা।
এদিন পৃথিবীর কাছে চলে আসবে, তাই চাঁদকে স্বাভাবিকের চেয়ে ১২ শতাংশ বড় দেখাবে।
চাঁদের কক্ষপথ উপবৃত্তাকার। এই সময় পৃথিবীর চারদিকে ঘুরতে ঘুরতে কখনও দূরে চলে যায় আবার কাছে চলে আসে। কাল চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসবে।
পূর্ণগ্রাসের সময় সূর্যের আলো চাঁদের গায়ে পড়বে। চাঁদ সম্পূর্ণ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে না। কিন্তু সূর্যের আলো পৃথিবীর বায়ুমন্ডলে স্তরে থাকবে।
লাল ও কমলা আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্য বেশি। পৃথিবীর বায়ুমন্ডলে কম বিচ্ছুরিত হয়। তাই, বায়ুমন্ডলে ওই দুটি তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি প্রতিসরণ হয়। সেই আলো কিছুটা বেঁকে গিয়ে চাঁদের গায়ে পড়ে। তাই চাঁদকে লাল দেখাবে। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা থেকে দেখা যাবে।