২৭০০ বছর ধরে দৃশ্যমান, দেখা দেয় ৪১৫ বছর অন্তর! ক`দিন পরেই বিরল সেই লগ্ন...

Sun, 16 Apr 2023-7:13 pm,

'নাসা' জানিয়েছে, দ্রুত গতি ও ঔজ্জ্বল্যের জন্য যথেষ্ট খ্যাতি রয়েছে লাইরিড উল্কার। 

 

পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে যাওয়ার সময়ে জ্বলে ওঠে এরা। জ্বলতে-জ্বলতে কখনও অগ্নিপিণ্ডের চেহারাও নেবে। পৃথিবীর জ্ঞাত উল্কাবাহিনীর মধ্যে প্রাচীনতম এরা-- ২৭০০ বছর ধরে লাইরিড উল্কাবাহিনী দৃশ্যমান মহাকাশে। 

বিজ্ঞানীরা জানাচ্ছেন, লাইরা কনস্টিলেশন থেকে এদের জন্ম বলে এদের নাম লাইরিড। থ্যাচার নামক একটি ধূমকেতুর ধ্বংসস্তূপের অংশ এই লাইরিড। এই মুহূর্তে থ্যাচারও সোলার ওয়ার্ল্ডের মধ্যে দিয়ে যাচ্ছে। ৪১৫ বছরে এক বার সূর্যকে পরিক্রম করে থ্যাচার।

রাত যত বাড়বে লাইরিডকে তত ভালো ভাবে দেখতে পাওয়া যাবে। 

বিজ্ঞানীরা জানাচ্ছেন, রাত সাড়ে ১০টার পর থেকেই এদের দেখা মিলতে পারে। তবে অন্ধকার যখন সবচেয়ে গাঢ় তখনই এরা সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে উঠবে। 

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, যখন চাঁদ আকাশে থাকবে না, ঘণ্টায় ১০ থেকে ১৫টি উল্কা দেখা যাবে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link