লাল-হলুদ আবহে মাতৃ আরাধনা, পুরোহিত পুজো করছেন ইস্টবেঙ্গল জার্সি গায়ে
সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। এই আপ্তবাক্যকে আঁকড়ে ধরেই মাতৃ আরাধনার চেষ্টা। হুগলী জেলার কোন্নগরের বন্ধুমহল ক্লাব এমনই এক অভিনব উদ্যোগ নিল এই বছর।
বন্ধুমহল ক্লাবের শ্যামা পুজো এবার ৩২ বছরে পা রাখল।
এই বছর তাদের শ্যামা পুজোর থিম একটু অন্যরকম। প্যান্ডেলজুড়ে শুধুই লাল-হলুদ। এমনকী পুরোহিত মশাইও লাল-হলুদ জার্সি গায়ে জড়িয়েই পুজো করলেন।
সামনের বছর কোয়েস ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ পূরণ। তাই প্রিয় ক্লাবের প্রতি আনুগত্য জানাতেই বন্ধুমহল ক্লাবের এমন উদ্যোগ।
ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাবের বিভিন্ন কর্তা ও প্রাক্তন ফুটবলারদের ছবি তুলে ধরা হয়েছে প্যান্ডেলের আশেপাশে।
কোয়েস ইস্টবেঙ্গল ক্লাবের আশিয়ান কাপ জয়, ফেডারেশন কাপে মোহনবাগানকে হারানোর টুকরো টুরকোর স্মৃতিও তুলে ধরা হয়েছে।
কোন্নগর জোড়াপুকুর সংলগ্ন অঞ্চলের এই পুজোর থিম ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।