Maa Sarada Birthday: মায়ের ১৭১ তম জন্মতিথিতে বাগবাজার থেকে বেলুড় মঠে ভক্তের ঢল!
অয়ন ঘোষাল ও দেবব্রত ঘোষ: বুধবার ৩ জানুয়ারি মা সারদার ১৭১ তম জন্মতিথি। কৃষ্ণা সপ্তমী তিথিতে মায়ের জন্ম। এই পুণ্য তিথিতেই জয়রামবাটিতে শ্যামাসুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন সারদাদেবী৷ ঠাকুর রামকৃষ্ণদেব তাঁর সারা জীবনের সাধনার ফল অর্পণ করেছিলেন সারদাদেবীকে৷ আর স্বামীজি তাঁকে দিয়েছিলেন সঙ্ঘ জননীর স্থান।
ক্যালেন্ডারে তারিখ ছিল ১৮৫৩ সালের ২২ ডিসেম্বর , বাংলায় ১২৬০ সনের ৮ পৌষ। তবে তিথি হিসেবে এই বছর আজ অর্থাৎ ৩ জানুয়ারি। বেলুড় মঠ সহ বিভিন্ন জায়গায় আজ ভোর থেকে উদযাপিত হচ্ছে মায়ের ১৭১ তম জন্মতিথি উৎসব। বাগবাজার মায়ের বাড়ি থেকে বেলুড়মঠ, সর্বত্রই বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে।
ভোর সাড়ে ৪ টেয় মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্তব গান, বেদ পাঠ, ভজন, বিশেষ পুজো ও হোম যজ্ঞ সূচি রয়েছে। দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন বেলুড় মঠ, সারদা মঠ, বাগবাজারে মায়ের বাড়িতে। সন্ধ্যারতি দিয়ে শেষ হবে সারদা মায়ের জন্মতিথি উৎসব।
বাগবাজারে মায়ের বাড়িতে আজ সারাদিন ধরে চলবে বিশেষ পুজো। দুপুরে হোমের আয়োজন করা হয়েছে। ওদিকে প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে অত্যন্ত ভক্তি নিষ্ঠা মহাসমারোহে এই দিনটি উদযাপিত হয়। চিরাচরিত রীতি অনুযায়ী শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের মন্দিরে ভোর বেলায় মঙ্গলারতির পরে মায়ের মন্দিরে পুজার্চনা দিয়ে শুরু হয় মাতৃ পূজা।
মূল অনুষ্ঠান দুটি ভাগে বিভক্ত। প্রথমত ভোরবেলা থেকেই মায়ের মন্দিরে পূজার্চনা, উপাসনা, বিশেষ পূজা ইত্যাদি চলে দুপুর ১২টা পর্যন্ত। অন্যদিকে অস্থায়ী ভাবে নির্মিত সভা মন্ডপে সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত হবে নানা অনুষ্ঠান।
মাতৃ সংগীত, মায়ের জীবনী পাঠ, ভক্তিগীতি, কথা পাঠ, পদাবলী কীর্তন ইত্যাদি । বিকাল ৩ টায় ধর্ম সভা দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি । এরই মাঝে দুপুর বেলায় ভক্তদের জন্য খিচুড়ি ভোগের আয়োজন।
সব মিলিয়ে মা সারদার ১৭১ তম তিথি পূজা পূর্ণ মর্যাদা এবং মহাসমারোহে পালিত হচ্ছে বেলুড়মঠে। আজ এই উপলক্ষে মঠে বহু ভক্তের সমাগম হয়েছে।